কার্ত্তিক গুহ, ঝাড়গ্রাম : জঙ্গলের রেসিডেন্ট হাতির অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন ঝাড়গ্রাম, লোধাশুলি ও মানিকপাড়া রেঞ্জ এলাকার বাসিন্দারা। রবিবার ভোররাত থেকে হাতিটি হামলা চালাতে শুরু করে। লোধাশুলি অঞ্চলের ডালকাটি গ্রামে রাত তিনটা ডালকাটি লোধাপাড়া প্রাথমিক স্কুলের দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে নেয়। ডালকাটির চুনারাম মাহাতোর ভুষিমাল দোকানের দরজা ভেঙে চাল, আলু, আটা খেয়ে ও ছড়িয়ে নষ্ট করে। ভোর চারটা নাগাদ লোধাশুলি মার্কেটের মানস মাহাতর ভুষি মাল দোকানের শাটার ভেঙে আলু ও গুড় খেয়ে নেয়। দোকানের জিনিসপত্র ছড়িয়ে ভেঙে নষ্ট করে হাতিটি। গ্রামবাসী ও বন দপ্তরের লোকজন হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছেন। বার বার হাতির এমন হামলার ঘটনায় গ্রামবাসীর মধ্যে ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বন দপ্তর নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে।