কলকাতা

বউবাজারে মাটি শক্ত করার কাজ শুরু করল মেট্রো

বঙ্গ নিউজঃ গৌর দে লেনে শুরু হল মাটি শক্ত করার কাজ ৷ মাটি ফুটো করে মেশিনের সাহায্যে সিমেন্ট, সোডিয়াম, সিলিকেট ও অন্যান্য কেমিকেল দিয়ে শুরু হয়েছে গ্রাউটিং বা মাটি শক্ত করার কাজ ৷ ক্ষতিগ্রস্থ বাড়িগুলি যাতে আর ভেঙে না পড়ে তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে শুরু হয়েছে কাজ ৷ একই ভাবে গ্রাউটিং-এর কাজ চলছে বউবাজার চত্বরের দুর্গাপাতুরি লেনে ও স্যাকরা পাড়া লেনে ৷মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই গৌর দে লেনের ছ’টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে ৷ আশঙ্কা, ভেঙে পড়তে পারে বাড়িগুলি ৷ এই বাড়িগুলিতে মোট 30 টি পরিবারের বাস ৷ কর্তৃপক্ষের তরফে বাসিন্দাদের ইতিমধ্যেই বাড়ি খালি করাতে বলা হয়েছে ৷ গতকাল কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে চলে গেলেও অনেকেই জানিয়েছিলেন লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত যাবেন না ৷ অবশেষে আজ সকালে মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে বাড়ি ছাড়েন তাঁরা । তাঁদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে ৷ সেই সঙ্গে শুরু হয়েছে গ্রাউটিং-এর কাজ ৷