ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডার বরাবরই চোরাকারবারিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চোরা কারবারীদের কার্যকলাপ প্রায়ই খবরের শিরোনামে থাকে।এমনই ঘটনা ঘটলো হিলির ভীমপুর বিওপির চাপাহাট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকা হানা দিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বা ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার ৬৯৯ টাকা । ধরা পড়েছে চোরা কারবারিও। তবে এই ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী ।