আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব। আমেরিকার টেক্সাস প্রদেশের ড্যালাসের উত্তরে একটি শপিং মলে বন্দুকবাদের হামলা। দুষ্কৃতীর গুলিতে অন্ততপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও গুলিতে জখম হয়েছেন আরও অন্তত ৭ জন। এদিকে অভিযুক্ত বন্দুকবাজকেও পুলিশ গুলি করে খতম করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই বন্দুকবাজ একাই কাজ করছিল। জানা গিয়েছে, ড্যালাসের উত্তরে অ্যালেন নামক ছোট্ট শহরে ‘অ্যালেন প্রিমিয়াম আউটলেট মল’-এ এই হামলা চালানো হয়।