কলকাতা

মঙ্গলবার আন্দামানে আছড়ে পড়বে মোচা

রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকাল সোমবার ৮ মে ঘূর্ণাবর্ত নিম্মচাপে পরিণত হবে ।মঙ্গলবার ৯ মে সেই নিম্নচাপ গভীর নিম্মচাপের সৃষ্টি হবে।আগামী কাল ল্যান্ড ফল জানা যাবে । তিনি এও বলেন, ৮মে আন্দামানে ভারী বৃষ্টি শুরু হবে। ৪০থেকে ৫০কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইবে। রবিবার রাত থেকে আন্দামান সাগরে ১২মে পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ৮ মে থেকে ১২মে পর্যন্ত বৃষ্টি হবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে ৯ এবং ১০মে। ১০ মে অবধি দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজকে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি আছে। তবে ১০মে পর্যন্ত এই তাপমাত্রা আরও বাড়বে। এখনো পর্যন্ত সুন্দরবন ও সাগরের কোন প্রভাব পড়ার সম্ভবনা নেই। মোচার গতিপথ আন্দামান নিকোবরের দিকে থাকবে বলে জানান সঞ্জীব বাবু ।