দেশ

৮১ কোটি টাকার দুর্নীতি মামলায় অশনীর গ্রোভার ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের অভিযোগ

৮১ কোটি টাকা তছরুপের মামলায় ভারত পে প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অশনীর গ্রোভারের বিরুদ্ধে। ১০ মে অশনীর গ্রোভারের পাশাপাশি তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার, পরিবারের সদস্য যেমন, দীপক গুপ্তা, সুরেশ জৈন, শ্বেতাঙ্ক জৈনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। অভিযুক্তদের বিরুদ্ধে ০৬/৪০৮/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ সহ আরও বেষ কিছু ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। ডিসেম্বরের ২০২২ এ ভারত পে তরফে একটি অভিযোগ দায়ের করা হয় ৮১ .২৮ কোটি টাকার দুর্নীতি নিয়ে।একই সময়ে দিল্লি হাইকোর্টে অশনীর এবং তার পরিবারের বিরুদ্ধে  ৮৮.৬৭ কোটি টাকা অর্থ ফেরত পাওয়ার জন্য আরও একটি মামলা দায়ের করা হয় সংস্থার তরফে। এছাডা় গ্রোভারকে দেওয়া ১.৪ শতাংশ রেসট্রিকটেড শেয়ার যা অশনীরকে দেওয়া হয়েছিল, সে যাতে তা আর ব্যবহার করতে না পারে তার জন্যও সিঙ্গাপুরেও আবেদন জানানো হয়।এছাড়া ভারত পে-র নাম যাতে আর অশনীর ব্যবহার করতে না পারে তারও আবেদন করা হয়েছে সংস্থার তরফে।