দেশ

বড় জয় কেজরিওয়ালের, প্রশাসনিক সমস্ত কাজে সিদ্ধান্ত নেবে দিল্লির সরকার, রায় ঘোষণা সুপ্রিমকোর্টের

দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়ে জানিয়ে দিল, এবার থেকে দিল্লির প্রশাসনিক কাজে সমস্ত প্রকার সিদ্ধান্ত নেবে দিল্লির সরকার। অর্থাৎ এতোদিন পর্যন্ত কেন্দ্র এবং দিল্লির সরকারের মধ্যে যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল, আজ তার রায় দিয়েছে আদালত।  এর আগে একাধিকবার কেন্দ্র-রাজ্য সরকারের সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে দিল্লিতে। কেজরিওয়ালের বক্তব্য ছিল উপরাজ্যপালের মধ্যে দিয়েই সরকারের কাজে বারবার কেন্দ্র হস্তক্ষেপ করে চলেছে।  ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি সরকারের সীমাবদ্ধতার বিরুদ্ধে। তবে আজ রায় ঘোষণায় আদালত জানিয়েছে, উপরাজ্যপাল মেনে চলবেন সরকারের নির্দেশ। প্রয়োজনে দিতে পারেন পরামর্শ। কিন্তু রাজ্যবাসীর যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেহে, রাজ্যের প্রশাসনিক সমস্ত সিদ্ধান্ত নেবে সেই সরকারই।