দেশ

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ, পাশের হার ৮৭.৩৩ শতাংশ

প্রকাশিত হল সিবিএসই-এর দ্বাদশ শ্রেণীর ফল। এদিন সকাল ১০টায় বোর্ডের তরফে আনুষ্ঠানিকবাবে ফল প্রকাশ করা হয়। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে বলে জানা গিয়েছে। এবছর পাশের হার ৮৭.৩৩ শতাংশ। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। পাশের হারের দিক থেকে প্রথম ত্রিবান্দ্রম ৯৯.৯ ১ শতাংশ। তারপর বেঙ্গালুরু ৯৮. ৬ ৪ শতাংশ এবং তৃতীয় চেন্নাই ৯৭. ৪০ শতাংশ। এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.০১ শতাংশ বেশি। এ বছর মেয়েদের পাশের হার ৯০.৬৮ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৮৪.৬৭ শতাংশ। এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র পরীক্ষা হয়। এদিন ট্যুইটারে প্রথম এই রেজাল্ট প্রকাশের খবরটি জানান হয় তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। এরপরই সিবিএসই এর অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in and cbse.gov.in এ রেজাল্ট প্রকাশ করেছে। শিক্ষার্থীদের যেকোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। যে পেজটি খুলবে সেখানে তাদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, স্কুল নম্বর লিখতে বলা হবে। Submit বাটনে ক্লিক করার পর ফলাফল ঘোষণা করা হবে । শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রদর্শিত ফলাফলটি ডাউনলোড করা যেতে পারে।