জেলা

গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুল শেখকে তলব করল সিবিআই

গরু পাচারকাণ্ডে এবার এনামুল হক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের । শুক্রবার বেলা ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ওই ব্যবসায়ীকে । সিবিআই সূত্রে খবর ব্যবসায়ীর নাম জেনারুল শেখ । এই জেনারেল ও এনামুলের মধ্যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।সিবিআইয়ের দাবি হক ইন্ডাস্ট্রির মালিক এনামুল হককে গ্রেফতারের পর তাঁকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে । এনামুল হকের যে তিন ভাগ্নের একাধিক ব্যবসা রয়েছে। এছাড়াও তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন যে এনামুল হকের তিন ভাগ্নের মূল ব্যবসা জামাকাপড়ের এবং তার অধিকাংশই লেনদেন হয় বিদেশের সঙ্গে। এনামুল হকের কাছ থেকে পাওয়া তথ্য এবং একাধিক নথিপত্র ছাড়াও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে গোয়েন্দারা অনুমান করছেন গরু পাচারের কোটি কোটি কালো টাকা এনামুল হকের তিন ভাগ্নের বিভিন্ন ব্যবসায় খাটানো হত এবং বেশ কয়েক কোটি টাকা সাদা করার জন্য পাঠানো হয়েছে বিদেশে । মূলত এনামুল হকের তিন ভাগ্নে ব্যবসার দেখাশুনার কাজ করত জেনারুল ।গরু পাচারকাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিও তদন্তে নামে । মুর্শিদাবাদে গরু পাচারকাণ্ডে এনামুল হকের এই ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুলকে সিআইডির গোয়েন্দারা গ্রেফতার করেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বড় শিমুলিয়া এলাকায় বাড়ি জেনারুলের। এবার তাঁকে তলব করা হল।তদন্তকারীদের দাবি সীমান্তরক্ষী বাহিনী এবং শুল্ক দফতরের আধিকারিকরা যে সকল গরু বাজেয়াপ্ত করত সেই সকল গরু নিলাম করে পুনরায় বিক্রি করে দিত জেনারুল । সূত্রের খবর এই জেনারুলের সঙ্গে জেলা পুলিশের বেশ কয়েকজন ইন্সপেক্টর ইনচার্জ পদমর্যাদার পুলিশ আধিকারিকের গোপন আঁতাত রয়েছে । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ গরু পাচারের তদন্তে নেমে জেনারুলকে গ্রেফতার করলেও আদালত থেকে তিনি জামিন পান । এবার জেনারুলকে গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল সিবিআই ।শোনা যাচ্ছে সিবিআইয়ের গোয়েন্দারা জেনারুলের কাছ থেকে জানতে চাইবেন যে এনামুলের বিভিন্ন ব্যবসা ও তার তিন ভাগ্নের সম্পর্কে জেনারুল সঠিক কী কী তথ্য জানেন ৷ এছাড়াও কতবার আর্থিক লেনদেন তার কোম্পানির সঙ্গে হক ইন্ডাস্ট্রির হয়েছিল সেই ব্যাপারেও জানতে চাইবেন তদন্তকারীরা । এদিন জেনারুলের বয়ান রেকর্ড করা হবে এবং এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন তথ্য জেনারুলের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।