কলকাতা

আর্থিক প্রতারণা মামলায় মুকুল রায়কে তলব

কলকাতাঃ রেলবোর্ডের সদস্য করে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা মামলায় মুকুল রায়কে তলব করল কলকাতা পুলিস। আজ বিকালের মধ্যে বেহালা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই সরশুনা থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রতারণা মামলায় এফআইআর-এ মুকুল রায়ের নাম থাকায় জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। এই মামলায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে এই মামলায় হাইকোর্ট থেকে স্বস্তি মেলে মুকুল রায়ের। কলকাতা হাইকোর্ট শুনানিতে মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তবর্তী স্থগিতাদেশের মেয়াদ ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়। তবে সঙ্গে এও জানানো হয়, এই সময়ের মধ্যে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে কলকাতা পুলিশ। তবে সেক্ষেত্রের ৭২ ঘন্টা আগে নোটিস দিতে হবে। রেল বোর্ডের সদস্য করে দেওয়া সংক্রান্ত প্রতারণার অভিযোগ মুকুল রায় সহ পাঁচজনের বিরুদ্ধে সরশুনা থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন এলাকারই এক বাসিন্দা। এই মামলায় বিজেপির মজদুর সংগঠনের নেতা বাবান ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।