নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হতে পারে বিরোধী নেতাদের সঙ্গেও। দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।