নথিভুক্ত করা হবে জন্ম-মৃত্যুর তথ্য। নয়া বিল আনছে কেন্দ্র। জন্ম-মৃত্যুর শংসাপত্রের তথ্য বিশেষ উপায়ে সংরক্ষণ করা হলে উন্নয়নের কাজ সঠিকভাবে পরিকল্পনা করা যাবে। সোমবার তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেনসাস কমিশনারের নতুন ভবন উদবোধনে উপস্থিত ছিলেন অমিত শাহ। জানিয়েছেন, সংসদের আগামী অধিবেশনে এই নয়া বিল আনার পরিকল্পনা কেন্দ্রের। দেশের নাগরিকদের জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হলে, তা পরবর্তীতে ভোটার তালিকা সহ একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই তথ্য নথিভুক্ত করার ফলে, কারও বয়স ১৮ বছর হওয়ার পর তাঁর নাম নির্বাচন কমিশন নিজে থেকেই ভোটার তালিকায় যুক্ত করতে পারবে। একই সঙ্গে কোনও ব্যক্তি মারা গেলে তাঁর নাম সরে যাবে তালিকা থেকে।