দেশ

নয়া সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের ৷ উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির হাত দিয়ে এই নতুন ভবনের উদ্বোধন করাতে হবে ৷ আর উদ্বোধন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কংগ্রেসের অভিযোগ সংসদের অভিভাবক রাষ্ট্রপতি ৷ কিন্তু ২৮ তারিখের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এই অভিযোগ তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধেছে কংগ্রেস ৷ এর ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষকে অপমান করা হয়েছে বলে মনে করছে কংগ্রেস ৷ তাদের দাবি নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতির করা উচিত ৷কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার অভিযোগ করেছেন ২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে এদিন বেশ কয়েকটি টুইট করেন কংগ্রেস সভাপতি ৷ একটি টুইটে তিনি লেখেন মোদি সরকার ধারাবাহিকভাবে দেশের রাষ্ট্রপতিকে তাঁর প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করছে ৷ বিজেপি আরএসএস রাষ্ট্রপতির অফিসকে নিয়মরক্ষায় পরিণত করেছে ৷ সাংবিধানিক পদাধিকার বলে সংসদ অর্থাৎ দেশের আইনসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেন রাষ্ট্রপতি তাই তাঁর হাত দিয়েই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত বলে মনে করছে কংগ্রেস ৷ টুইটে এদিন খাড়গে লেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন দেশের প্রথম নাগরিক ৷ তাঁর হাতে নয়া সংসদ ভবনের উদ্বোধন হলে দেশের সাংবিধানিক মূল্য মান্যতা পাবে ৷ তবে কেন্দ্রের দাবি লোকসভার স্পিকার ওম বিড়লা আমন্ত্রণেই নয়া সংসদ ভবনের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ যদিও রাহুল গান্ধিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের দাবি রাষ্ট্রপতির হাত দিয়েই সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত ৷ তাঁদের দাবি মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 28 মার্চ নয়া সংসদ ভবনের উদ্বোধনে ডাকা নাহলে কংগ্রেস কী এই অনুষ্ঠানের বয়কট করতে পারে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আরেক কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন তাঁরা সংবিধান মেনে নির্দিষ্ট কিছু প্রশ্ন তুলেছেন এখন সরকার জবাব দিক তারা সংবিধানকে সম্মান করে কি না ৷ কারণ সংসদ সরকারের সম্পত্তি নয় তা গোটা দেশের প্রতিনিধিত্ব করে।