দেশ

ফের অশান্ত মণিপুর, দোকান-বাড়িতে চলল লুঠপাট, জারি কার্ফু

ফের নতুন করে অশান্তি ছড়াল মণিপুরে। রবিবার রাত থেকেই বিক্ষোভ ছড়ায় ইম্ফলের চেকন এলাকায়। স্থানীয় বাজারের দখল নিয়ে মেইটেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দোকানপাঠ থেকে বাড়িগুলিতেও চলে লুঠপাট। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতেও। ঘটনায় প্রাক্তন ১ বিধায়ক সহ ৩ জনকে গ্রেফতার করেছেন মণিপুর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। চলতি মাসে শুরুর দিকে মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। সেনা, আধা সেনা,অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই হিংসায় প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায়। ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ফের জারি করা হয়েছে কার্ফু।সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজার এলারা বেশ কিছু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।