দেশ

রাষ্ট্রপতির হাতে হোক নতুন সংসদ ভবনের উদ্বোধন, জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিমকোর্টে

নতুন সংসদ ভবন উদ্বোধন ইস্যু এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার, অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করছেন আইনজীবী জয়া সুকিন। পাশাপাশি মোদি নন, নতুন সাংসদ ভবন উদ্বোধন করুন রাষ্ট্রপতি। সেই আবেদনও করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পরামর্শ মতো নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাজ্যপাল, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নিয়োগের অধিকার রাষ্ট্রপতির’। মামলায় লোকসভার সচিবালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রককে পার্টি করা হয়েছে। সরকারি সিদ্ধান্তকে বেআইনি, একতরফা ও খামখেয়ালি বলে উল্লেখ রয়েছে আবেদনে। উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।