দেশ

কেজরিকে সমর্থনের আশ্বাস শরদ পাওয়ারের

 দিল্লির প্রশাসনিক ক্ষমতা দখলে রাখতে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় আম আদমি পার্টির পাশে থাকার আশ্বাস দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। বৃহস্পতিবার বিকেলে সমর্থন চেয়ে মরাঠা স্ট্রংম্যানের সঙ্গে বৈঠক করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও আতিশী। বৈঠকে শরদ পওয়ার জানিয়ে দেন, ‘কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে আপের লড়াইয়ের পাশে থাকবে এনসিপি। সংসদের দুই কক্ষেই ওই অধ্যাদেশের বিরোধিতা করা হবে।’ গত ১১ মে দিল্লির আমলাদের বদলি ও পোস্টিং সংক্রান্ত ক্ষমতা আপ সরকারের হাতে থাকার কথা জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আর তার কয়েকদিনের মাথায় গত শুক্রবার রাত এগারোটা নাগাদ দিল্লির আমলাদের নিয়োগ-বদলি নিয়ে এক অধ্যাদেশ নিয়ে এসেছে মোদি সরকার। ওই অধ্যাদেশে দিল্লির প্রশাসনিক ক্ষমতা কার্যত কেন্দ্রের ‘পোষ্যভৃত্য’ উপরাজ্যপালের হাতেই রাখা হয়েছে।