বাম জমানায় শালবনিতে জমি পেয়েছিল জিন্দল। তার মধ্যে অব্যবহৃত জমি জিন্দল গোষ্ঠী ফিরিয়ে দিচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। শালবনি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানানোর পরেই বলেন, ওখানে নতুন শিল্প হবে। শনিবার তিনি বলেন, জ্যোতি বাবুরা জমি দিয়ে পালিয়েছিলেন। সেখানে দীর্ঘ বছর কিছু হয়নি। কারখানা উদ্বোধন করেছিলেন তিনিই (বর্তমান মুখ্যমন্ত্রী)। এরপরেই বলেন, জিন্দল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরৎ দিচ্ছে। সেখানে বড় শিল্প হবে। বাম আমলে পাওয়া ৪হাজার ৪৩৪ একর জমিতে ইস্পাত ও বিদ্যুৎ নির্মাণ কারখানা করার কথা ছিল জিন্দলদের। ২০০৮ সালের ২ নভেম্বর সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন দু’ই কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ এবং রামবিলাস পাসোয়ান। তারপরেই হয় মাওবাদীদের ল্যান্ডমাইন আক্রমণ। বন্ধ ছিল শিল্প গড়ার কাজ। ২০১৪ সালে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন জিন্দলনদের। বলেছিলেন, শিল্পের জন্য জমি নিয়ে ফেলে রাখা যাবে না। এরপরে ১৩৫ একর জমিতে সিমেন্ট কারখানা করে জিন্দল গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন ওই কারখানার। জিন্দলদের ‘আপ কামিং প্রজেক্ট এবং বর্তমান কারখানার সম্প্রসারণ নিয়ে প্রয়োজন মোট ১২০০ একর জমি। বাকি জমি ফিরিয়ে দিচ্ছে তারা। সেখানেই হবে বড় আরেকটি শিল্প।