খেলা

গুজরাতকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস

এদিন বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারল না মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের পথে। সোমবার রাতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটানসকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলল ধোনি বাহিনী।  মহেন্দ্র সিং ধোনি টস জিতে ঠিক এই কারণেই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে লাগলে পরে ব্যাট করা দলের অ্যাডভান্টেজ থাকে সবসময়। যত ওভার কমে আসে তত কমে যায় টার্গেট। কিন্তু মাথায় রাখতে হয় উইকেট পড়ার বিষয়। এদিন জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে চেন্নাই। কিন্তু তিন বল খেলা হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসে। ফলে খেলা স্থগিত রাখেন আম্পায়াররা। বৃষ্টি কমার পরে কয়েক দফা মাঠ পরিদর্শন করেন তাঁরা। শেষ পর্যন্ত সাড়ে এগারোটার পর মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়ে দেন, ম্যাচ কমে ১৫ ওভারের হবে। ধোনিদের জয়ের জন্য সংশোধিত টার্গেট দাঁড়ায় ১৭১ রান। বারোটা দশ নাগাদ ফের খেলা শুরু হতেই ফের বৃষ্টি আসার আশঙ্কায় মারমুখী  মেজাজে ব্যাট করতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। বিশেষ করে কনওয়ে রুদ্রমূর্তি ধারণ করেন। সপ্তম ওভারে বল করতে এসে চেন্নাই শিবিরকে জোড়া ধাক্কা দেন নূর আহমদ। তৃতীয় বলে ফেরান রুতুরাজকে (১৬ বলে ২৬)। আর শেষ বলে সাজঘরে পাঠান অর্ধ শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কনওয়েকে (২৫ বলে ৪৭)। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ধোনির দল। তৃতীয উইকেটে শিভম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা চালান অজিঙ্ক রাহানে। আস্কিং রান রেট যাতে না বাড়ে তার জন্য শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। কিন্তু রানের গতি সামান্য হলেও শ্লথ হয়ে যায়। ৯. ১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই। ১১তম ওভারে বল করতে এসে রাহানেকে ফিরিয়ে ফের চেন্নাই শিবিরকে ধাক্কা দেন অভিজ্ঞ স্পিনার মোহিত শর্মা। এর পরে অম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বাঁধেন শিভম দুবে। নিজের কাঁধেই আক্রমণের দায়িত্ব তুলে নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আস্কিং রেট চড়চড় করে বাড়তে থাকে। ১৩ তম ওভারে বল করতে এসে চেন্নাইকে জোড়া ধাক্কা দেন মোহিত শর্মা। চতুর্থ ও পঞ্চম বলে পর পর ফিরিয়ে দেন রায়ডু (১৯) ও চেন্নাই অধিনায়ক ধোনিকে (০)। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। প্রথম পাঁচ বলে ৯ রান তুলেছিলেন শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা। শেষ বলে দরকার ছিল চার রানের। মোহিত শর্মার বলকে মাঠের বাইরে পাটিয়ে দলকে কাঙ্কিত জয় এনে দেন জাদেজা।