কলকাতা

দিলীপ-মুকুল দ্বৈরথ থামাতে হস্তক্ষেপ করতে চলেছেন অমিত

কলকাতাঃ রাজ্য বিজেপিতে ইয়েন বিতর্ক কিছুতেই থামতে চাইছে না।  এবার সেই বিতর্ক উস্কে দিল দিলীপ ঘোষের মন্তব্য। একটি  সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ মুকুল রায়ের থেকে নিশীথ প্রামাণিককে বড় নেতা বলে দাবি করেন। তার পরিপ্রেক্ষিতে মুকুল রায়ের তির্যক কটাক্ষ, কে বড় নেতা তা ঠিক করবে জনগণ। দিলীপ-মুকুল দ্বন্দ্বে অস্বস্তি বিজেপিতে ৷ দু’পক্ষের দ্বন্দ্ব মেটাতে আসরে অমিত শাহ ৷ আগামিকাল দিল্লিতে রাজ্যের দুই নেতার সঙ্গে বৈঠকে বসবেন অমিত। নব্য আর আদি। রাজ্য বিজেপিতে গত এই নিয়ে টানাপোড়েন ছিলই। এবার দিলীপ ঘোষের একটি বিবৃতি নতুন করে বিতর্ক তৈরি করল। একটি পোর্টালে বিজেপি রাজ্য সভাপতিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘মুকুলদার কোথাও কিছু নেই। মুকুল রায়ের থেকে নিশীথ প্রামাণিকের গুরুত্ব বেশি আছে।’শুধু তাই নয়, মুকুল রায় প্রসঙ্গে দিলীপ ঘোষের যে উদ্ধৃতি ওই পোর্টালে রয়েছে তা আরও মারাত্মক। বলেন, ‘মুকুল রায়ের কোনও কনট্রিবিউশন নেই, রেপুটেশন নেই। এটাই হচ্ছে বাস্তব। কোনও সংগঠন বা কর্মী ওঁর সঙ্গে নেই। যাঁরা মুকুল রায়ের সঙ্গে ঘোরে তাঁরাও সব দালাল, কাটমানি পার্টি।’সাধারণত অন্য নেতারা এমন পরিস্থিতিতে বক্তব্য বিকৃত করার অভিযোগ করলেও দিলীপ ঘোষ কিন্তু স্বীকার করেছেন তাঁর মন্তব্য। প্রতিক্রিয়ায় তাৎপর্যপূর্ণ মন্তব্য মুকুল রায়ের। ২০১৯-এ লোকসভা ভোটে রাজ্যে ফল ভাল হয়েছে বিজেপির। দাবি করা হয়, এর মূল কারিগর মুকুল রায়ই। যদিও রাজ্য বিজেপিতে সাংগঠনিক জায়গা পাননি মুকুল রায়।