দেশ

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮০, গুরুতর জখম ৯০০, আহতদের উদ্ধারে বায়ুসেনার এম-১৭ কপ্টার

শেষ উদ্ধারকার্য

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেসের উদ্ধারকার্য শেষ হয়েছে। আটকে পড়া সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্য শেষের পরে রেললাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। শিগগিরই দুর্ঘটনাগ্রস্ত এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা শুরু হবে। আজ শনিবার এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের মুখপাত্র অমিতাভ শর্মা। যদিও দুর্ঘটনায় কত যাত্রী প্রাণ হারিয়েছেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন তিনি। তবে ওড়িশা দমকলের এক মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনায় ২৮০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধেয় বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় ২৮০ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৯০০’র বেশি যাত্রী। দুর্ঘটনার ঘন্টাখানেকের মধ্যে শুরু হয় উদ্ধারকার্য। সকাল সাড়ে দশটা নাগাদ উদ্ধারকার্য শেষ হয়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এনডিআরএফের জওয়ানদের পাশাপাশি সেনাবাহিনীরও সাহায্য নেওয়া হয়। সেনার মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ইউনিটকে কাজে লাগানো হয়। এমনকী এদিন সকালে আহতদের উদ্ধারে বায়ুসেনার এম-১৭ কপ্টারের সাহায্য নেওয়া হয়।

https://twitter.com/ashoswai/status/1664863188213456897