কলকাতা বিমান বন্দর থেকে দুপুরের বিমানে ওড়িশার কটকের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের আহত যাত্রীদের দেখতে মঙ্গলবার দুপুরের বিমানে কটকের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর মঙ্গলবার ওড়িশায় পৌঁছে হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় জখম বাংলার যাত্রীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের বহু আহত। তাঁদের সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়ে খোঁজ খবরও নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন ভুবনেশ্বর এইমসে গিয়েও আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওড়িশায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।