কলকাতা

কুন্তলের মতো তাঁর উপরেও কি চাপ দিচ্ছে এজেন্সি, আদালতে দাবি কালীঘাটের কাকুর

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র বিরুদ্ধে বিচারভবনে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু সুজয় ভদ্র। ১৪ দিনের ইডি হেফাজতে আছেন তিনি। হেফাজত থেকেই আদালতে চিঠি দিয়ে তাঁর অভিযোগ, তাঁকে অসাংবিধানিক ভাবে ‘জোর’ করা হচ্ছে। সুজয়ের দাবি, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেই সব কিছু নিয়ে যত না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে সব কিছু মেনে নিতে। আরও অভিযোগ, তাঁর আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে এলেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরেই আবেদন জানানো হয়েছে, আইনজীবীর সঙ্গে যেন তাঁকে দেখা করতে দেওয়া হয়। উল্লেখ্য, আদালতের নির্দেশ- এক দিন ছাড়া ছাড়া আধ ঘণ্টার জন্য নিজের আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন সুজয়। ইডি তলবে সাড়া দিয়ে গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা জেরা করার পরে গত মঙ্গলবার ইডি গ্রেফতার করেছিল সুজয়কে। গত ৩১ মে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। এরপর তাঁকে পেশ করা হয়েছিল ব্যাঙ্কশাল হাসপাতালে। ইডি’র আবেদন ছিল, তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছিলেন।