বুধবার ৭ জুন থেকে ফের চালু হতে চলেছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি তার পুরনো সময় দুপুর ৩টে ২০মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে। দক্ষিণ-পূর্ব রেলের একটি সূত্র মারফত জানা গিয়েছে এখবর। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রচন্ড গতিতে চলার সময় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে গিয়ে সজোরে ধাক্কা মারে। সেইসময় পাশের লাইন দিয়ে যাচ্ছিল যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি বেলাইন হয়ে ওই ট্রেনের বগিতে গিয়ে সজোরে ধাক্কা মারে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৮৮ জন যাত্রী মারা গেছেন বলে জানা গিয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত যাত্রীদের ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে এসে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত ওই রেলপথে সমস্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেললাইন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সারানোর কাজ। নিয়মানুযায়ী মালগাড়ি চালিয়ে দেখে নেওয়ার পর চালু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার, ৬ জুন ফের চলবে হাওড়া-পুরী এক্সপ্রেস।