বুধবার বিকেল সাড়ে ৫টা নাগাদ হাওড়া থেকে ছেড়েছিল আপ কোলফিল্ড ট্রেন। সালকিয়ার বামুনগাছি ব্রিজের কাছে হঠাৎ বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দেখা যায়, ভেঙেছে ট্রেনের প্যান্টোগ্রাফ। ছিঁড়েছে ওভারহেড তার। ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ররা। শুরু হয় মেরামতির কাজ। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পরে ফের গড়াতে শুরু করে ট্রেনের চাকা। তবে তার আগেই ভয়ে ট্রেন ছেড়ে নেমে যান বহু যাত্রী। রেল সূত্রে খবর, কেউ আহত হননি। এই বিপত্তির জেরে দীর্ঘ সময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্যদিকে, এদিন হাওড়া থেকে ৬ মিনিট দেরিতে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস। তবে সাঁতরাগাছি আসতেই থমকে যায় ট্রেন। দেখা যায়, বিকল হয়েছিল এসি। যাত্রীদের প্রশ্ন, ঠিক মতো দেখভাল হয় না কেন?