দেশ

কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের ৩

কেরলের আর্থিক অনটনে জর্জরিত হয়ে সন্তান-সহ আত্মঘাতী হলো এক দম্পতি। বৃহস্পতিবার ত্রিচূড়ের এক হোটেলের রুম থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলেও হোটেলের রুম থেকে পাওয়া সুইসাইড নোট দেখার পরে তদন্তকারীরা নিশ্চিত আর্থিক অনটনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে মৃত দম্পতি। জানা গিয়েছে, চেন্নাইয়ের বাসিন্দা সন্তোষ পিটার স্ত্রী সুনি পিটার ও কুড়ি বছর বয়সী কন্যাকে নিয়ে গত ৪ জুন বেলা বারোটায় ত্রিচূড়ের কেরল রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ডিপোর কাছে মালাবার লজ নামে একটি হোটেলে উঠেছিলেন। হোটেলের কর্মীদের সন্তোষ জানিয়েছিলেন বুধবার গভীর রাতেই রুম ছেড়ে দেবেন। যদি তাঁদের ঘুম ভাঙতে দেরি হয়, সেক্ষেত্রে জাগিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন। বুধবার রাতে নৈশভোজ শেষে ঘরের দরজা বন্ধ করে দেন সন্তোষ। গভীর রাতে পরিবারটি রুম না ছাড়ায় গিয়ে ডাকাডাকি শুরু করে দেন হোটেল কর্মীরা। কিন্তু বহু ডাকাডাকিতেও কোনও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সন্তোষ, তাঁর স্ত্রী সুনি ও মেয়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘরের ভিতর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। ওই সুইসাইড নোটে সন্তোষ লিখে গিয়েছেন, ‘চরম আর্থিক সঙ্কট থেকে রেহাই পেতেই চরম পদক্ষেপ নিতে হচ্ছে।’