দেশ

৫০০ টাকার নোট তুলে নেওয়ার পরিকল্পনা নেই, আনা হচ্ছে না হাজারের নোটও, জানাল আরবিআইয়ের গভর্নর

বাজার থেকে ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া (আরবিআই)। শুধু তাই-ই নয়, নতুন করে ১০০০ টাকার নোট আনা হচ্ছে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা-ও নস্যাৎ করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণার মধ্যে, এই দু’টি বিষয় নিয়ে আমজনতার মধ্যে জোর জল্পনা শুরু হওয়ায় এবার ময়দানে নামতে হল খোদ রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়াকে। ৫০০ এবং ১০০০ টাকার নোট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে তার ৫০ শতাংশই রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া হাতে এসেছে। যে পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কের হাতে এসেছে, তার মূল্য ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা। এই পরিমাণ টাকার মধ্যে ৮৫ শতাংশ এসেছে ব্যাংক-কে জমা আমানতের মাধ্যমে।