রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কারা হবেন প্রার্থী? সাবধানী তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জেলায় জেলায় বার্তা দেওয়া হল, ‘দলের বেছে নেওয়া প্রার্থীকেই মেনে নিতে হবে’। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটকে অশান্তি এড়াতে গঠন করা হতে পারে বিশেষ কমিটি। বুথস্তর পর্যন্ত যোগাযোগ রাখবেন সেই কমিটির সদস্যরা। সূত্রের খবর তেমনই। জল্পনা বাড়ছিল ক্রমশই। অবশেষে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। কবে? ৮ জুলাই একদফাতেই দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের সদ্যনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বস্তুত, আজ শুক্রবার শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া প্রক্রিয়াও।