অশান্ত মণিপুরে ১৫ জুন পর্যন্ত ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সাম্প্রতিক হওয়া হিংসার ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর সরকারের তরফে। ইন্টারনেটের মাধ্যমে হিংসাত্বক তথ্যের আদান প্রদান, উষ্কানিমূলক বার্তা রুখতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এলাকায় শান্তি ফেরানোর উদ্যোগে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান রয়েছে গভর্নর অনুসূয়া উকে। এছাড়া কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং, বেশ কিছু এমএলএ, প্রাক্তন সিভিল সার্ভেন্ট, শিক্ষাবিদ, বিরোধী পক্ষের সদস্য সহ আরও অনেকেই। এছাড়াও মণিপুরের পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠকও সেরেছেন বীরেন সিং। অশান্ত মণিপুরকে শান্তির পথে ফেরানোই আপাতত মূল উদ্যোগ। অন্যদিকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মণিপুরের দুই বাসিন্দা। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানানো হয়েছিল। কিন্তু গতকাল শুক্রবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দল ওই আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতিরা বলেন, ‘গুয়াহাটি হাইকোর্টে এ বিষয়ে একটি মামলা চলছে। আবেদনকারীরা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হোন। আর যদি গুয়াহাটি হাইকোর্টে যেতে না চান, তাহলে গ্রীষ্মাবকাশের পরে শীর্ষ আদালত খুললে মামলা দায়ের করুন।’