দেশ

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, ঝোড়ো হাওয়া দাপটে তছনছ গুজরাত উপকূল, মৃত ৩

 ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। যদিও ল্যান্ডফলের এখনও একদিন দেরি রয়েছে। সোমবার থেকেই ফুঁসতে শুরু করেছিল আরব সাগর। আরও উত্তাল হয়ে উঠেছে মঙ্গলবার। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে গুজরাত সহ রাজস্থানেও। বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। ‘বিপর্যয়’ আসার আগেই ইতিমধ্যে ঝোড়ো হাওয়ার দাপটে গুজরাতে ৩ জনের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরানো হচ্ছে। সামগ্রিক বিষয়টি নিয়ে তদারকি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং । সূত্রের খবর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।