দেশ

এবার চালু হচ্ছে হাওড়া ও পাটনা বন্দে-ভারত এক্সপ্রেস

বিহার আর বাংলা দুই রাজ্যের দুই রাজধানীকে জুড়তে চালু করা হচ্ছে বন্দে-ভারত এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই চালু হতে পারে এই ট্রেন। হাওড়া ও পাটনার মধ্যে চলাচল করবে এই ট্রেন। সপ্তাহে ৬দিন মিলবে পরিষেবা। রেলমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে বারাণসী রুটে যে বন্দে-ভারত এক্সপ্রেস চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী চাইছেন আগে হাওড়া ও পাটনার মধ্যে এই ট্রেন চালু হোক। সেই কারণেই চেষ্টা করা হচ্ছে পুজোর আগেই এই ট্রেন চালু করে দেওয়ার। সেক্ষেত্রে হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটির পর এটি বাংলার চতুর্থ বন্দে-ভারত এক্সপ্রেস হতে চলেছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত রেল বোর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। গত শনিবার মুম্বই-গোয়া রুটে Vande Bharat Express উদ্বোধনের কথা ছিল। কিন্তু ২ জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে তা বাতিল হয়ে যায়। রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত উদ্বোধনের নতুন দিনক্ষণ স্থির হয়নি। তবে শীঘ্রই তা ঘোষণা করা হতে পারে। জানা যাচ্ছে, এরপরেই তালিকায় থাকতে পারে হাওড়া-পাটনা বন্দে-ভারত এক্সপ্রেস-র উদ্বোধনের বিষয়টি। একইসঙ্গে পাটনা-রাঁচি Vande Bharat Express। ট্রেনেরও উদ্বোধন করা হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার মানুষের মন জয়ে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে অভিজাত বন্দে-ভারত এক্সপ্রেস-কে হাতিয়ার করে বাংলার বিভিন্ন রুটকে জোড়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, আগামী মাসের মধ্যে দেশের সবক’টি রাজ্যে বন্দে-ভারত এক্সপ্রেস চলবে। পাশাপাশি আগামী বছরের মাঝামাঝি সময়ে সারা দেশের মোট ২০০টি শহরে বন্দে-ভারত এক্সপ্রেস চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া পাটনা বন্দে-ভারত এক্সপ্রেস সকালবেলায় হাওড়া থেকে ছাড়বে ও রাতের মধ্যে ফের ফিরে আসবে। পথে আসানসোল, জসিডি ও বক্তিয়ারপুরে স্টেশনে স্টপেজ দেবে।