কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কুৎসা অপপ্রচার, পাশাপাশি ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ অন্যান্য খাতে বাংলার প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে ধর্ণা বিক্ষোভে সামিল হ’ল মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে এই ধর্ণা বিক্ষোভ শুরু হয়েছে। অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও। মূলত বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃণমূলের এই ধর্ণা বিক্ষোভ শুরু হয়েছে আজ রাজ্য জুড়ে- বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী শাহনাজ বেগম। এদিন এই ধরনা কর্মসূচিতে বহরমপুরে মুশিদাবাদ জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যোগ দেন। মঙ্গলবার বহরমপুরে কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে এই ধর্ণা বিক্ষোভ।