জেলা

ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ২৪ পরগনার ভাঙড় ।মনোনয়ন পেশকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়। এক তৃণমূল কর্মী এই সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।এরই মাঝে দুপুরের দিকে মাঠে রাখা আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা। এখনও উত্তপ্ত গোটা এলাকা। আহত বহু।মঙ্গলবার নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ কর্মী-সমর্থকদের ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা ছিল। আইএসএফের অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বিজয়গঞ্জ বাজার, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলেই অভিযোগ। তৃণমূল নেতৃত্ব এই কাজ করেছে বলেই দাবি তাঁদের। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক। ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলা আটকানোর কোনও উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ ভাঙড়ের আইএসএফ(ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকির। পালটা একই অভিযোগ করে তৃণমূল। তৃণমূল নেতা শওকত মোল্লা দাবি করেন সকাল থেকেই আইএসএফ নেতারা বহিরাগতদের নিয়ে এসে ওই এলাকায় পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।