উচ্চশিক্ষার জন্য লন্ডনে পড়তে যাওয়াই কাল হল হায়দরাবাদের তরুণীর ৷ সেখানে তাঁকে কুপিয়ে হত্যা করল ব্রাজিলিয়ান যুবক ৷ বাঁচাতে গিয়ে অভিযুক্তের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তরুণীর এক বন্ধু ৷ ঘটনার পর গ্রেফতার অভিযুক্ত ৷ আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ তেলাঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ব্রাহ্মণপল্লির বাসিন্দা নিহত তরুণীর নাম তেজস্বিনী রেড্ডি ২৭ ৷ পরিবারসূত্রে জানা গিয়েছে তিনবছর আগে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন ওই তরুণী ৷ দু মাস আগে তার কোর্স শেষ হয়ে গিয়েছে ৷ গত মাসেই তার দেশে ফেরার কথা থাকলেও কিছু কারণের জন্য তিনি আসতে পারেননি ৷ জানা গিয়েছে তেজস্বিনী লন্ডনে বন্ধুদের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন ৷ সেখানে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে থাকত ৷ সেখানেই অভিযুক্ত ব্রাজিলিয়ান যুবকও থাকতেন ৷ মৃত তরুণীর বাবামা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের মেয়ের দেহ ভারতে নিয়ে আসার জন্য ৷ যদিও খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ ৷ লন্ডন পুলিশ অবশ্য এখনও মৃত তরুণীর পরিচয় প্রকাশ করতে পারেনি ৷ তবে মনে করা হচ্ছে ময়নাতদন্তের পরেই পুলিশ মৃতের পরিচয় প্রকাশ করবে ৷ লন্ডন মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সকালে এই খুনের ঘটনায় অভিযুক্ত ব্রাজিলিয়ন যুবক কেভেন অ্যান্টোনিও লরেন্সো দি মরিসকে স্থানীয়দের সাহায্যে ট্রেস করে গ্রেফতার করে ৷ ২৩ বছর বয়সি এই যুবককে হ্যারো থেকে গ্রেফতার করা হয় ৷ যেটা ছিল দুর্ঘটনাস্থলের খুব কাছেই ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে ২৪ বছর বয়সি এক যুবক ও ২৩ বছর বয়সি এক তরুণীকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ আহতরা ভর্তি রয়েছেন উত্তর লন্ডনের হাসপাতালে ৷ গোয়েন্দা বিভাগের মুখ্য অফিসার লিন্ডা ব্র্যাডলি বলেন খুব দ্রুত তদন্তের কাজ এগোচ্ছে ৷ সাধারণ মানুষকে ধন্যবাদ অভিযুক্তের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য ৷ মূল অভিযুক্ত এখন হেফাজতেই রয়েছে ৷ “