বর্ষার মুখে নতুন করে প্রায় ১৫০০ ছাতা কিনতে চলেছে কলকাতা পুলিশ। ট্রাফিক পুলিশের কর্মীদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ছাতা কেনা হবে। এজন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেট বরাদ্দ ধার্য হয়েছে। মূলত, কলকাতা শহরের ২৫টি ট্রাফিক গার্ডে কর্মরত পুলিশদের মধ্যে এই ছাতা বিলি করার কথা রয়েছে। ঘোর বর্ষার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি শহর সচল রাখার কাজ করতে হয় ট্রাফিক পুলিশকে।