পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের যা ভাতা ছিল, সেটাই অপরিবর্তিত থাকছে বলে সরকারি সূত্রে খবর। প্রিসাইডিং অফিসাররা প্রশিক্ষণ ও ভোটের দিন কাজের জন্য মোট ২ হাজার ৩৪০ টাকা পাবেন। এর মধ্যে খাবারের খরচ ধরা হয়েছে। মোবাইল ফোন রিচার্জের জন্য তাঁদের ১০০ টাকা দেওয়া হচ্ছে। পোলিং অফিসাররা পাবেন ১ হাজার ৫৪০ টাকা।