জেলা

বিজেপির গড়ে ফুটল ঘাসফুল, বাঁকুড়ার ৪টি সমিতি ও ৩৭টি গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচির সুফল ঘরে তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা থেকে পদ্ম শিবিরের গড় হিসেবে পরিচিত বাঁকুড়ায় বিনা লড়াইয়ে চার পঞ্চায়েত সমিতি ও ৩৭টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল রাজ্যের শাসকদল। শনিবার মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের পরে ইন্দাস, পাত্রসায়ের, কোতুলপুর ও জয়পুর ব্লকের চারটি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে যায়। আর বিনা ভোটে জয়ের পরেই চার ব্লকে বিজয়োল্লাসে মেতেছেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।