জেলা

মালদার কালিয়াচকে তৃণমূল প্রার্থীকে পিটিয়ে খুন, গ্রেফতার কংগ্রেস কর্মী

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির বলি হলেন মালদার কালিয়াচকের সুজাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তফা শেখ। শনিবার দুপুরে মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ উঠেছে  কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঘাসফুল শিবিরের কর্মীরা। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নান নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি পঞ্চায়েত ভোটে মনোনয়ন না পেয়ে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা দলবদল করেন। ঘাসফুল শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দেন। শনিবার দুপুরে মসজিদে নমাজ পরতে গিয়েছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিবু বিবির স্বামী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তফা শেখ। ওই সময়ে মসজিদের কাছে স্থানীয় একটি দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো নিয়ে তাঁর  সঙ্গে আসানউল হক, আবদুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বচসা বাঁধে। বচসা চরমে উঠলে ভারী কোনও বস্তু দিয়ে মোস্তফা শেখকে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পড়ে তৃণমূল নেতাকে নৃশংসভাবে মারধর করতে থাকেন কংগ্রেস কর্মীরা। রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দলের নেতার মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমুল কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেসের বিরুদ্ধে মোস্তফা শেখকে খুনের অভিযোগ তুলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অভিযোগ পেয়ে আবদুল মান্নান নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।