জেলা

ভাঙড়ে নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে গেলেন প্রতিনিধি দল

ভাঙড়ের নমিনেশনকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তিন কর্মী নিহত হয়। নিহত তৃণমূল কর্মীর রশিদ মোল্লার বাড়িতে রবিবার গেলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, তৃণমূলের মহিলা যুবনেত্রী সায়নী ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তারা। উল্লেখ্য, মনোনয়ন এর শেষ দিনে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রশিদ মোল্লা। যার বাড়ি জীবনতলার মৌখালী এলাকাতে। প্রথমে হাটগাছাতে যান রাজু লস্করের বাড়িতে। তারপর আসেন জীবনতলাতে। রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করার জন্য তৃণমূল কংগ্রেসবদ্ধ পরিকর আর তার জন্যই যা যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সায়নী ঘোষ বলেন শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে গেলে শুধু শাসক দল এগিয়েলে হবে না। বিরোধী দলেরও সহযোগিতা দরকার। ক্ষমতায় একজন থাকবেনা পর্যন্ত পরাজিত হবে কিন্তু আর যাতে প্রাণহানি না হয় তা সকলকে দেখতে হবে।