কলকাতা

আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ২০ তারিখ থেকে এই বৃষ্টি আরেকটু বাড়বে। আগামী মঙ্গলবার থেকে কলকাতা শহরসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি কমবে আগামী পাঁচ দিন। তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দু- এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। কলকাতার ক্ষেত্রে ২০ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামী তিনদিন ভারি থেকে থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তীব্র গরমের পর অবশেষে বঙ্গে বর্ষার আগমনী বার্তা রবিবার দিল আলিপুর আবহাওয়া দফতর।