আগামীকাল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিবরাজ সিং চৌহানের রাজ্যে রাজধানী ভোপালের পাশাপাশি লালপুর এবং শাহদোলের পাকারিয়ায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। প্রধামন্ত্রীর সফরের জন্য বিশেষ প্রস্তুতিতেও নিয়েছে প্রশাসন। কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে লালপুর, পাকারিয়ায়। আর তাই নিরাপত্তা সহ বিভিন্ন দিক বিচার করে লালপুর ও পাকারিয়ায় প্রধানমন্ত্রীর যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মঙ্গলবার, লালপুরও পাকারিয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। তাই সেখানে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হল। কনে সেখানে প্রধানমন্ত্রী আসবেন তার নতুন দিন পরে জানানো হবে। তবে ভোপালে মোদীর অনুষ্ঠান, কর্মসূচি পূর্ব নির্ধারিত সূচি মেনেই হতে চলেছে। কয়েক মাস পরেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। কর্ণাটকে ধাক্কা খাওয়ার পর মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মোদী ম্যাজিকেই ভরসা পদ্ম-শিবিরে।