কলকাতা

৩১৫ কোম্পানি বাহিনী আসছে, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রের

রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়ে কেন্দ্রকে বলেছিল, পশ্চিমবঙ্গে দ্রুত বাহিনী পাঠাতে। ২৪ ঘণ্টার মধ্যেই তার জবাব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে খবর, চিঠিতে মন্ত্রক নির্বাচন কমিশনকে জানিয়েছে, ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পাঠানো হবে পঞ্চায়েত ভোটে। তবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে চিঠিতে  রা কাড়েনি অমিত শাহের মন্ত্রক।  প্রসঙ্গত, ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোটের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের মনোনয়ন নিয়ে অশান্তির অভিযোগের মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যে পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করে। শীর্ষ আদালত সেই আপিল খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে।