দেশ

গভীর রাতে প্রধানমন্ত্রী মোদির বাসভবনে টানা ৫ ঘণ্টা বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বে

আগামী বছর লোকসভা নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। বিজেপির কাছে অগ্নিপরীক্ষা এই নির্বাচন।কারণ কর্নাটকে হাতছাড়া হয়েছে সরকার। তাই বাকি রাজ্যে এই পরিস্থিতি না হয়, তার জন্য় নড়চড়ে বসেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, বুধবারই গভীর রাতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে করেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে। এমনকী, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভাতেও বড় রদবদল করা হতে পারে। সূত্রে খবর, গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে টানা ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়। এর আগেও কখনও এমন হয়নি। কয়েকদিন আগেও মোদি-শাহ-নাড্ডা বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ বৈঠক বিরল। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, এ বছরে মধ্যপ্রদেশ, তেলঙ্গনা, রাজস্থান, ছত্তীশগড়ে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিজেপির সংগঠনে আরও সক্রিয় করতে এই বৈঠক ডাকেন মোদি। জানা গিয়েছে, সংগঠনকে চাঙ্গা করতে বড় পরিবর্তন আনা হতে পারে দলে।