দেশ

সমাজকর্মী তিস্তার জামিনের আর্জি খারিজ করল গুজরাত হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ

সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাত হাই কোর্ট। অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে গুজরাত হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। আড়াই মাস জেলে থাকার পর তিনি জামিন পেয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে এখনও একাধিক মামলা চলছে। আজ গুজরাত হাইকোর্ট তেমনই একটি মামলায় শীতলবাদের জামিনের আর্জি খারিজ করে  তাঁকে দ্রুত আত্মসমর্পণের আদেশ দিয়েছে।