মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ে বাড়ি ফেরত বাসে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন ২৬ জন। ঘটনাটি ঘটেছে, বুলধানা এলাকায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের উপর। জানা গিয়েছে, ৩৩জন যাত্রী ওই অভিশপ্ত বাসটিতে ইয়াভাতমাল থেকে পুনের দিকে যাচ্ছিলেন। রাত দুটোর দিকে হঠাৎই আগুন লেগে যায় বাসটিতে। গভীর রাত হওয়ায় সকলেই ঘুমোচ্ছিলেন বলে অনুমান। তাই সময় মতো বেরিয়ে আসতে পারেননি। জানালা ভেঙে কিছু জ্বলন্ত বাসের বাইরে এসে রক্ষা পেয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টায়ারে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। ঘটনায় গুরুতর জখম ৬-৭ জনকে বুলধানা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসার ব্যয়ভারও বহন করবে রাজ্য সরকার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে পিএমও-র তরফে।