দেশ

মহারাষ্ট্রে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিতের

রাতারাতি NCP ভেঙে BJP সমর্থিত একনাথ শিন্ডে সরকারের সঙ্গে হাত মেলালেন অজিত পাওয়ার। রবিবার দুপুরে মহারাষ্ট্রের রাজভবনে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের উপস্থিতিতেই এই শপথগ্রহণ হল। শোনা যাচ্ছে, তাঁকে দেওয়া হতে পারে অর্থ দফতরের দায়িত্ব। কেবলমাত্র তিনি একলা নন, মন্ত্রী হিসেবে শপথ নিলেন NCP নেতা দিলীপ ওয়াসলে পাটিল। তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিলেন ছগন ভুজবল, অদিতি তাতকারে, হাসান মুশরিফ সহ আরও নয়জন NCP নেতা। জানা গিয়েছে, প্রায় ২৫ থেকে ৩০ জন বিধায়কের সমর্থন নিয়ে NCP ভেঙে বেরিয়ে এসেছেন অজিত পাওয়ার। সূত্রের খবর, রবিবার সকালেই NCP নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেন অজিত পাওয়ার। তারপরই রাতারাতি তিনি রাজভবনে পৌঁছে যান। এদিন রাজভবনে পৌঁছেই প্রথমে রাজ্যপাল রমেশ ব্যাসের কাছে বিরোধী দলনেতা হিসেবে নিজের ইস্তফাপত্র জমা করেন অজিত পাওয়ার। জল্পনা শুরু হয়, এদিনই শিবির বদল করতে পারেন তিনি। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় পরিবর্তন ঘটিয়ে BJP সমর্থিত একনাথ শিন্ডে সরকারের উপ মুখ্যমন্ত্রী পদে বসলেন এই দুঁদে রাজনীতিবিদ। গত চার বছরে এই নিয়ে চতুর্থবার মহারাষ্ট্রে উপ মুখ্যমন্ত্রীর পদে বসলেন অজিত পাওয়ার। NCP-তে একনায়কতন্ত্র চালাচ্ছিলেন শরদ পাওয়ার। এমনটাই অভিযোগ NCP ভেঙে বেরিয়ে আসা নেতাদের। এমনকী, পাটনায় বিরোধীদের বৈঠকে যোগদান করার সিদ্ধান্তই একাই নিয়েছিলেন শরদ পাওয়ার। এমনটাই অভিযোগ বিক্ষুব্দ নেতাদের। মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার বলেন, “অজিত পাওয়ার তাঁর সঙ্গে ৪০ জন বিধায়কের সমর্থন নিয়ে একনাথ শিন্ডে সরকারে সামিল হয়েছেন। ধীরে ধীরে গোটা NCP দলটাই আমাদের শিবিরে যোগদান করবে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সকলকেই মন্ত্রিত্ব ভাগ করে দেবেন।” অন্যদিকে, এদিন সকালে নিজের মুম্বইয়ের বাসভবনে যে গোপন বৈঠক ডেকেছিলেন অজিত পাওয়ার, সেখানে সুপ্রিয়া সুলেও উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও অনুপস্থিত ছিলেন NCP-র সভাপতি জয়ন্ত পাটিল। এদিকে, গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শরদ পাওয়ার। তাঁর কথায়, “এই বৈঠক সম্পর্কে আমি কিছুই জানতাম না। কী কারণে বিধায়কদের নিয়ে মুম্বইয়ের বাসভবনে বৈঠক ডাকা হয়েছিল আমি জানি না। তবে বিরোধী দলনেতা হিসবে উনি যে কোনও সময় বৈঠক ডাকতেই পারেন। প্রায়শই তিনি তা করে থাকেন। তবে এই বিষয় সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই।”