দেশ

পুজোর আগেই বন্ধ ব্যাঙ্ক, সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের প্রতিবাদ আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর মধ্যরাত্রি পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অফিসারদের চারটি সংগঠন এই ধর্মঘটের উদ্যোক্তা। তাছাড়া, বেতন কাঠামোর পুনর্বিন্যাস ও অন্য দাবিও রয়েছে। এর প্রভাব এটিএমগুলিতেও পড়বে বলে মনে করা হচ্ছে। ২৬ এবং ২৭ তারিখ বৃহস্পতি ও শুক্রবার ২৯ তারিখ মাসের চতুর্থ শনিবার। তাই সেদিনও ব্যাঙ্ক বন্ধ। পরদিন রবিবার। প্রসঙ্গত, পুজোর আগে লাগাতার চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় নাকাল হতে পারেন সাধারণ গ্রাহকরা। ফলে পুজোর মুখে পরপর টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্ত করা হচ্ছে৷ ২৭টি ব্যাঙ্কের জায়গায় একত্রে আনা হচ্ছে ১২টি ব্যাঙ্ককে৷ এর মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক, ইণ্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক৷