এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় খুন হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মৃত মহম্মদ শাহেনশা বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। শনিবার কবুতরখোপা ভেবড়া এলাকার একটি বুথে মহম্মদ শাহেনশা উপস্থিত হতেই তাঁর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই বন্ধ ভোটগ্রহণ পর্ব। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। যদিও কংগ্রেসের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।