দেশ

একটানা বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর মহাসড়কে বিশাল ধস, ভেসে গেল রাস্তার একাংশ

বৃষ্টির জেরে ভূমিধস জম্মু-শ্রীনগর মহাসড়কে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাত থেকেই রামবান জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জেরেই জেলার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আজ শনিবার সকালে এই মহাসড়কের বিশাল অংশ জলের তোড়ে ভেসে গেছে। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। ধসের জেরে রাস্তা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যা বেড়েছে। শুধুমাত্র জম্মু-শ্রীনগর মহাসড়কই নয়, পাশাপাশি মুঘল রোড এবং এসএসজি রোডও ধসের কারণে বন্ধ। ৪৪ নম্বর জাতীয় সড়কে সমস্যা থাকায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। জম্মু ট্র্যাফিক সূত্রে খবর, রাস্তার যে সব জায়গায় ধস নেমেছে, দ্রুত মেরামত করার চেষ্টা চলছে।কোথাও বড় বড় পাথর পাহাড় থেকে রাস্তায় এসে পড়েছে। আবহাওয়া দফতর বলছে রবিবার পর্যন্ত জম্মু-কাশ্মীরে বৃষ্টি চলবে। সেক্ষেত্রে আজ বা কালের মধ্যে ফের ধস নামার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।