ভোট শেষেও অশান্তি, গুলি! দক্ষিণ দিনাজপুরে যখন গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, তখন পশ্চিম বর্ধমানে শাসকদলের প্রার্থীর বাড়ি ও গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। তাণ্ডব চলল বিভিন্ন বুথে। ৭ জেলার ভোটের বলি ১৫ জন। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের উদয় পঞ্চায়েতে ভোটপর্ব ছিল শান্তিপূর্ণ। দিনভর কোনও অশান্তি হয়নি। অভিযোগ, সন্ধের পর আচমকাই বুথে ঢুকে ব্যালট লুঠের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি চলে! তারপর? গুলি লাগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নূর আমিন মিঞার বুকে। আশঙ্কাজনক অবস্থায় এখন তিনি ভর্তি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে কদমডাঙা এলাকা একটি বুথেও ব্যালট লুঠের অভিযোগ ওঠেছে। প্রাণ বাঁচাতে বুথ ছেড়ে পালিয়ে যান অফিসার, ভোটকর্মী, এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শেষবেলায় বুথ দখল করা হয় চেষ্টা হয় গঙ্গারামপুরের রামসাগর এলাকায়।