জেলা

ব্যালট বক্স লুটের চেষ্টা! ভোট দিয়ে ফেরার পথে খুন হলেন এক তৃণমূলের কর্মী

ভোট দিয়ে ফেরার পথে খুন হলেন এক তৃণমূলের কর্মী সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা গিয়েছে এদিন সন্ধ্যাবেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স লুট করার চেষ্টা করে, কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সময় বাধা দিতে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ সেই সময় মৃত মতিউর রহমানকে পেছন থেকে চাকু মারা হয়। ঘটনার স্থলে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।